সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০৭:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে বাবার মরদেহ ফেলে পালিয়ে গেল সন্তানরা। বুধবার (১৩ মে) বেলা আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জে বেসরকারি পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি তার গ্রামের বাড়ি পটিয়ায় পাঠানোর ব্যবস্থা করে।
পুরো ঘটনাটির বর্ণনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন হাসপাতালের হেড অব এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডাক্তার এনামুল কবির তানভির।
তিনি লিখেছেন, 'হঠাৎ একজন এসে বললো, স্যার আমার বাবার অবস্থা খুব খারাপ। আমি বললাম, এখনি নিয়ে আসুন। আসার সঙ্গে সঙ্গে ডা. রিয়াদ মুনতাসির (Emergency Medical Officer) ও নার্সরা রোগীর ভাইটাল দেখছিলো আর ইতিহাস নিচ্ছিলো। আমি অন্য আরেকটি রোগীকে দেখে আসার পর দেখলাম ঐ রোগিটা 'মৃত'।
ইতিহাস অনুযায়ী, রোগিটি বাসায় অবস্থানকালেই মারা যায়। তারপর, ব্যাপারটা রোগীর সঙ্গে আসা লোকদের জানালাম। এবং তাদের জানালাম ECG করে কনফার্ম করে দিচ্ছি। এরপর আপনারা নিয়ে যেতে পারবেন।
ECG করতে হয়তো সর্বোচ্চ ৩ মিনিট লাগল। এর মধ্যেই রোগীর সাথে আসা সন্তান ও আত্মীয়রা পালিয়েছে। পালানোর সময় রোগীর সাথে নিয়ে আসা হুইল চেয়ারটাও নিয়ে গেলো। কিন্তু নিলনা শুধুমাত্র তাদের বাবাকে..।'
পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি তার গ্রামের বাড়ি পটিয়ায় পাঠানোর ব্যবস্থা করে বলে জানা গেছে।
মারা যাওয়া ব্যক্তির বিস্তারিত পরিচয় প্রকাশ করতে না চাইলেও ঘটনাটি স্বীকার করেছে পুলিশ।
যদিও ওই ব্যক্তির করোনা ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। কেননা, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ফলে আর টেস্টও হয়নি।
Editor : Roman Sheikh
Telephone : +88 02-431 800 48
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@citizennews.com.bd
info@citizennews.com.bd
editor@citizennews.com.bd
Contact Address :
Shah-Alam Mansion (2rd floor)
Oxygen Central Jam-e Masjid-Bylane
Oxygen More, Bayazid Bostami-4213, Chattogram, Bangladesh