আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-০৩ , ১০:২০ এএম
ছবি: সিটিজেন নিউজ
আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ওই হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। খবর রয়টার্স ও সিএনএনের। শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ২৫ বছর বয়সী এক যুবক গাড়ি নিয়ে ক্যাপিটল হিলের উত্তর গেট দিয়ে নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাধা দিলে হামলাকারী তাদের ছুরিকাঘাত করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এর মধ্যে একজন মারা যান। অন্যদিকে, পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন।
ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান বলেন, হামলায় পুলিশের আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন।
এদিকে, হামলা চেষ্টার পর পরই ক্যাপিটল হিল লকডাউন করা হয়। পরে লকডাউন তুলে নেওয়া হয়। তবে এই ঘটনার পর পর সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে সেখানে।
তবে হামলকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত ৬ জানুয়ারি ক্যাপটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।
Editor : Roman Sheikh
Telephone : +88 02-431 800 48
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@citizennews.com.bd
info@citizennews.com.bd
editor@citizennews.com.bd
Contact Address :
Shah-Alam Mansion (2rd floor)
Oxygen Central Jam-e Masjid-Bylane
Oxygen More, Bayazid Bostami-4213, Chattogram, Bangladesh