আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-১৬ , ০২:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজশাহীতে সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়েছে আদালত।
সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলার আবেদন গ্রহণ করেন। এ সময় মামলার বাদী নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলামের জবানবন্দি নেয়া হয়। শুনানি শেষে আদেশের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়েছে।
এর আগে ৯ই মার্চ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন মুসাব্বিরুল ইসলাম। আবেদনে বলা হয়, বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বিএনপি নেতারা। সোমবার মামলার অনুমতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
Editor : Roman Sheikh
Telephone : +88 02-431 800 48
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@citizennews.com.bd
info@citizennews.com.bd
editor@citizennews.com.bd
Contact Address :
Shah-Alam Mansion (2rd floor)
Oxygen Central Jam-e Masjid-Bylane
Oxygen More, Bayazid Bostami-4213, Chattogram, Bangladesh