সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন
আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-১৩ , ১১:০৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২১-২২ ইং) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতি পদসহ ৮টি পদে জয়ী হয়েছে সরকার সমর্থিত সাদা প্যানেল। অন্যদিকে সম্পাদক ও সহ-সম্পাদকসহ মোট ৬টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জালাল উদ্দিন ও আওয়ামী লীগ সমর্থিত সফিক উল্লাহ। সম্পাদক পদে জয়ীরা হলেন নীল প্যানেলের মাহমুদ হাসান ও সাদা প্যানেলের সুলতানা রুমি।
কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আইনজীবী ড. ইকবাল করিম। সদস্য পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত তিন প্রার্থী।
Editor : Roman Sheikh
Telephone : +88 02-431 800 48
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@citizennews.com.bd
info@citizennews.com.bd
editor@citizennews.com.bd
Contact Address :
Shah-Alam Mansion (2rd floor)
Oxygen Central Jam-e Masjid-Bylane
Oxygen More, Bayazid Bostami-4213, Chattogram, Bangladesh