কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০২-২৪ , ০৯:১০ এএম
ছবি । সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। এ সময় বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়াবি) বিকেলে টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় এই গোলাগুলি ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের ১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।
তিনি জানান, র্যাবের একটি দল টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপর গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই গোলাগুলি চলে। এরপর র্যাব তল্লাশি চালিয়ে জকি বাহিনীর প্রধান জকিসহ ৩ জন মরদেহ উদ্ধার করে। এ সময় আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গোলাগুলির ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে। তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
Editor : Roman Sheikh
Telephone : +88 02-431 800 48
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@citizennews.com.bd
info@citizennews.com.bd
editor@citizennews.com.bd
Contact Address :
Shah-Alam Mansion (2rd floor)
Oxygen Central Jam-e Masjid-Bylane
Oxygen More, Bayazid Bostami-4213, Chattogram, Bangladesh