নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-১৩ , ০৮:২৬ পিএম
সিটিজেন নিউজ
বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগ কর্তৃক ১৩টি মোটরসাইকেল দেয়া হয়েছে। আজ বুধবার (১৩ জানুয়ারি) সকালে পাঁচলাইশ মডেল থানার সামনে এক অনুষ্ঠানে এসব মোটরসাইকেল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। ১৩টি মোটরসাইকেলের মধ্যে ২টি দিয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স।
বাকী ১২টি মধ্যে চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি ২টি, প্রিন্ট জোন ২টি, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি, সুগন্ধা সিটি কর্পোরেশন আ/এ কল্যাণ সমিতি, চান্দগাঁও সিডিএ মডেল আবাসিক এলাকা কল্যাণ সমিতি, Presidency International School, এলবিয়ন গ্রুপ, ANFL Group ও Khulshi Garden View Housing Society ১টি করে মোট ১৩টি মোটসাইকেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগে প্রদান করেন।
এময় সিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন)সহ অন্যান্য উর্ধ্বতন কর্তকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পুলিশের দৈনন্দিন আইন-শৃঙ্খলা রক্ষায় মোটরসাইকেল প্রদান করায় দাতাদের আন্তরিক ধন্যবাদ প্রদান করেন।
Editor in Chief : Roman Sheikh
Telephone : +88 02-431 800 48
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@citizennews.com.bd
info@citizennews.com.bd
editor@citizennews.com.bd
Contact Address :
Shah-Alam Mansion (2rd floor)
Oxygen Central Jam-e Masjid-Bylane
Oxygen More, Bayazid Bostami-4213, Chattogram, Bangladesh