নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-০৫ , ১২:৪৮ পিএম
গোপালগঞ্জে এবছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা থাকায় অন্য বছরের তুলনায় কৃষক দামও পাচ্ছে বেশি। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। জেলার চাহিদা মিটিয়ে এই টমেটো যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর, সিলনা, গুয়াধানা ও কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় মাঠ জুড়ে কাঁচা-পাকা টমেটো। শীতকালীন সবজি হলেও মাছের ঘেরের বাঁধের ওপর টিএম জিরো টু সেভেন জাতের টমেটো চাষ করেছে এখানকার কৃষকরা। উন্নত এই জাতের টমেটো এখন জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়।
চাষীরা জানালেন, আবহাওয়া অনুকূল থাকায় এবার টমেটোর ফলন ভালো হয়েছে। বাজারে এর চাহিদা থাকায় অন্য বছরের তুলনায় দামও পাচ্ছে বেশি। টমেটো চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বাজারজাতকরণে সহায়তার পাশাপাশি সরকারিভাবে এই টমেটো সংরক্ষণের দাবি জানিয়েছে তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বললেন, টমেটো চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ চাষীদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।
জেলার পাঁচটি উপজেলায় এ বছর ১ হাজার হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে ।
Editor in Chief : Roman Sheikh
Telephone : +88 02-431 800 48
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@citizennews.com.bd
info@citizennews.com.bd
editor@citizennews.com.bd
Contact Address :
Shah-Alam Mansion (2rd floor)
Oxygen Central Jam-e Masjid-Bylane
Oxygen More, Bayazid Bostami-4213, Chattogram, Bangladesh