সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৮ , ০৩:৪০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে ২২১ ভরি স্বর্ণসহ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার উত্তম সেন (৩৫) পতেঙ্গা মহাজনঘাটা এলাকার বাসিন্দা। তার বাড়ি পটিয়ার হাইদঘর ব্রাহ্মণঘাটায়। তিনি মৃত মানিক সেনের পুত্র।
কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মহসীন জানান, শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে গতিবিধি সন্দেহজনক হওয়ায় হোটেল ম্যানিলার বিপরীত পাশের চলাচলের রাস্তার তল্লাশি চালিয়ে স্বর্ণসহ ওই চোরাচালান চক্রের সদস্যকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।
তিনি জানান, ধৃত উত্তম সেনের দেহ তল্লাশি করে কালো রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২২১ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। কৌশলে বেল্ট পরিহিত স্থানে প্যান্টের পকেটের ভেতরে এসব স্বর্ণের বার লুকিয়ে রেখেছিল। জিজ্ঞাসাবাদে সে এসব স্বর্ণ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।
ওসি মহসীন জানান, স্বর্ণের বারগুলো সনজিত ধর (৩৮) নামের এক ব্যবসায়ী তাকে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য দিয়েছে বলে জানিয়েছে। ওই ব্যক্তি বর্তমানে পলাতক। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Editor in Chief : Roman Sheikh
Telephone : +88 02-431 800 48
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@citizennews.com.bd
info@citizennews.com.bd
editor@citizennews.com.bd
Contact Address :
Shah-Alam Mansion (2rd floor)
Oxygen Central Jam-e Masjid-Bylane
Oxygen More, Bayazid Bostami-4213, Chattogram, Bangladesh